বিএসএমএমইউ বহির্বিভাগ ২৭ সেপ্টেম্বর খোলা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বহির্বিভাগ আগামী ২৭ সেপ্টেম্বর খোলা থাকবে। বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান রোগীদের চিকিৎসার সুবিধার্থে ওই দিন বহির্বিভাগ খোলা রাখতে বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) এবং বিভাগীয় চেয়ারম্যানদের নির্দেশক্রমে অনুরোধ করেছেন।
মঙ্গলবার বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অফিস থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউ এ কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদেকে পরিবার-পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ দিতে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২৭ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, অফিস ও হাসপাতালের বহির্বিভাগ ও বৈকালিক স্পেশালাইজড কানসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল (ইনডোর সেবাসমূহ) ও বিভিন্ন জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়মানুযায়ী খোলা থাকবে।
এআরএস/এমএস