সর্বকালের সেরা একাদশে সাকিব


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

খেলাধুলাবিষয়ক জনপ্রিয় ভারতীয় ওয়েবসাইট ‘স্পোর্টসকিডা’ বিশ্বকাপ ক্রিকেটে খেলা ক্রিকেটারদের নিয়ে সর্বকালের সেরা একটি একাদশ তৈরি করেছে। আর সেখানে বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বকালের সেরা একাদশ বাছাইয়ের প্রধান শর্ত ছিল, প্রত্যেক টেস্ট খেলুড়ে দেশ থেকে অন্তত একজন খেলোয়াড় থাকতে হবে।

নেদারল্যান্ডের টেন্ডুলকার খ্যাত রায়ান টেন ডেশকাট আইসিসির সহযোগী দেশগুলোর একমাত্র প্রতিনিধিত্বকারী হিসেবে জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরা একাদশে।
 
সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ :
শচিন টেন্ডুলকার (ভারত), গ্রাহাম গুচ (ইংল্যান্ড), ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), মার্টিন ক্রো (নিউজিল্যান্ড), অ্যান্ডি ফ্লাওয়ার(জিম্বাবুয়ে), সাকিব আল হাসান (বাংলাদেশ), রায়ান টেন ডেসকাটে (নেদারল্যান্ড), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ও অ্যালান ডোনাল্ড (দক্ষিণ আফ্রিকা)

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।