রায়পুরে টর্নেডোতে ঘরবাড়ি বিধ্বস্ত


প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে টর্নেডো হয়েছে। মেঘনা নদীর উপকূলীয় ওই গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ টর্নেডো আঘাত হানে।

এতে অর্ধশতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত এবং বেশ কিছু গাছপালা ক্ষতি হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার বলেন, টর্নোডোর বিষয়টি ইউএনও এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।

ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরকাচিয়া গ্রামে নদী থেকে এ টর্নেডো উঠে আসে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কাজল কায়েস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।