শিবির নিয়ন্ত্রিত রেটিনা পরিচালককে খুঁজছে র‌্যাব


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস জালিয়াতির সঙ্গে ছাত্র শিবির নিয়ন্ত্রিত রেটিনা কোচিং সেন্টারের রংপুর শাখার পরিচালক আমীর আজমের সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ‌র‌্যাব।

এ ঘটনায় জড়িত সাতজনকে আটকের পর আমীর আজমকে ধরতে মাঠে কাজ শুরু করেছে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ১৩ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আশরাফ আলী পিপিএম জাগো নিউজকে বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এ পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিনজন চিকিৎসক, এ ওয়ান কোচিং সেন্টারের তিনজন শিক্ষক ও প্রাইমেট কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালককে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে রেটিনা মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের পরিচালক আমীর আজম এ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকায় তাকে র‌্যাব খুঁজছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, দীর্ঘদিন থেকে অভিনব কৌশল অবলম্বন করে তারা কোচিং ব্যবসার আড়ালে প্রশ্নপত্র ফাসঁ করে আসছে। শিবির নিয়ন্ত্রিত রেটিনা কোচিং সেন্টারেও এই প্রতারণা করা হয়।

# মেডিকেলে ভর্তি : ফুরফুরে প্রাইভেট কর্তৃপক্ষ
# মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস : রংপুরে ডাক্তারসহ আটক ৭
# ফেসবুকে অফারের ছড়াছড়ি : মেডিকেল প্রশ্নপত্র ফাঁস!
# আসলেই কি ফাঁস হয়েছে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র!
# মেডিকেলের প্রশ্ন ফাঁস : ফেসবুকের তথ্য ঘাঁটছে গোয়েন্দারা
# মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : ডাক্তারসহ আটক ৪
# প্রশ্নপত্র ফাঁস নিয়ে চিন্তিত মন্ত্রণালয়-অধিদফতর
# মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন


এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।