কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

কুষ্টিয়ার মিরপুরে লরির ধাক্কায় হেলাল উদ্দিন নামে এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল কাঁচারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানিয়েছেন, বিকেল ৫টার দিকে হেলাল উদ্দিন মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ি পাবনার সাথিয়া থেকে কর্মস্থল ঝিনাইদহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইল নামক স্থানে কুষ্টিয়া অভিমুখে যাওয়া এক লরিকে অতিক্রম করতে গেলে ওই লরির ধাক্কায় সড়কে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হেলাল উদ্দিন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ লরিটিকে আটক করতে পারেনি।

আল-মামুন সাগর/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।