শীতে আরো একটি আয়কর মেলা


প্রকাশিত: ০১:৪০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

চলতি বছর শীতের শুরুতে আরও একটি আয়কর মেলা আয়োজনের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী (১৬-২২ সেপ্টেম্বর) আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এই ঘোষণা দেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, করাদাতাদের সেবা প্রদানের উদ্দেশ্যে আয়কর মেলা আয়োজন করেছিলাম। আমার মনে হয় ইতিমধ্যে করদাতাদের সেবা দিতে সক্ষম হয়েছে এনবিআর। এজন্য মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ও করদাতাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, আমাদের সেবাকে এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব সময় অব্যাহত করা জরুরি। তাই এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের বলবো করসেবা আয়কর মেলার সাতদিনের মধ্যে না রেখে বছরের ৩৬৫ দিনে তা অব্যাহত রাখেন।

নজিবুর রহমান বলেন, শীতের শুরুতে আরো একটি আয়কর মেলা আয়োজনের বিষয়ে অর্থমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আমরাও করদাতাদের সেবা দিতে আয়কর মেলা আয়োজনের চিন্তা ভাবনা করছি। সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এদিকে মেলার শেষ দিনে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে করদাতাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলায় ২ হাজার কোটি রাজস্ব আদায় হবে বলে আসা প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান।  

মঙ্গলবার ঢাকা ও সাতটি বিভাগসহ ১৫টি জেলা, ১৫টি উপজেলাসহ (৭টি ভ্রাম্যমাণ) ৩১ স্থানে মেলা অনুষ্ঠিত হয়।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।