এক বাঘিনীর জন্য দুই বাঘের তুমুল লড়াই (ভিডিও)
দুটি বাঘ প্রচণ্ড লড়াই করছে; এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। একটি বাঘিনীকে কাছে পেতে এই দুই বাঘের উন্মাতাল লড়াইয়ের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন এক ব্যক্তি। সেই ভিডিও টুইটারে শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
বাঘিনীর জন্য দুই বাঘের লড়াইয়ের এ ঘটনা ঘটে ভারতের রাজস্থানের রানথামবোর ন্যাশনাল পার্কে। ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রবীন কাসওয়ান বুধবার টুইটারে দুই বাঘের লড়াইকে নিষ্ঠুর এবং সহিংস উল্লেখ করে ভিডিওটি টুইট করেছেন।
@ParveenKaswan dear sir,I was present at the location when this happened and this was recorded by one of our guides. Unfortunately lot of wrong news in the media.The fight didn't happen over T 39, he randomly stumbled upon the sleeping tigers and this started.These are the images pic.twitter.com/M7EiPZWFL4
— [email protected] (@HJunglebook) October 17, 2019
রানথামবোর ন্যাশনাল পার্কের তথ্য বলছে, লড়াইরত দুটি বাঘের একটির নাম টি৫৭ সিংহস্থ, অপরটির নাম টি৫৮ রকি। এই দুটি বাঘ সম্পর্কে ভাই; তাদের মা পার্কের জয়সিংপুর এলাকার বাঘিনী শর্মীলি।
ভিডিও শেয়ারের পর কাসওয়ান বলেছেন, বাঘ দুটি লড়াই করেছে টি৩৯ নূর নামের একটি বাঘিনীর জন্য। ভিডিওতে দেখা যায়, পেছনের দুই পায়ে দাঁড়িয়ে একে অপরের মুখোমুখি লড়াই করছে সিংহস্থ এবং রকি। এক মিনিট দীর্ঘ এই ভিডিওতে তুমুল লড়াই করতে দেখা যায় তাদের।
@ParveenKaswan dear sir,I was present at the location when this happened and this was recorded by one of our guides. Unfortunately lot of wrong news in the media.The fight didn't happen over T 39, he randomly stumbled upon the sleeping tigers and this started.These are the images pic.twitter.com/M7EiPZWFL4
— [email protected] (@HJunglebook) October 17, 2019
ভিডিওর শুরুতে দেখা যায়, সিংহস্থ ও রকির লড়াই শুরু হতে একটু দূরে পালিয়ে যায় বাঘিনী নূর। তবে এই লড়াইয়ে দুটি বাঘের কেউই গুরুতর আহত হয়নি বলে জানিয়ে কাসওয়ান।
@ParveenKaswan dear sir,I was present at the location when this happened and this was recorded by one of our guides. Unfortunately lot of wrong news in the media.The fight didn't happen over T 39, he randomly stumbled upon the sleeping tigers and this started.These are the images pic.twitter.com/M7EiPZWFL4
— [email protected] (@HJunglebook) October 17, 2019
তিনি বলেন, অনেকেই তাদের লড়াইয়ের ফল জানতে চেয়ে কমেন্ট করেছেন। তাদের উদ্দেশ্যে বন কর্মকর্তা কাসওয়ান বলেন, টাইগার টি৫৭ জয়ী হয়েছে।
That is how a fight between #tigers looks like. Brutal and violent. They are territorial animals & protect their sphere. Here two brothers from #Ranthambore are fighting as forwarded. (T57, T58). pic.twitter.com/wehHWgIIHC
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 16, 2019
এসআইএস/জেআইএম