কুড়িল থেকে বালু নদী পর্যন্ত খালের উন্নয়ন করবে সরকার


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীতে খালের উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশ্বে কুড়িল থেকে বালু নদী পর্যন্ত এটি করা হবে। এর চওড়া হবে ১০০ ফুট। এতে সরকার ব্যয় করবে ৫ হাজার ৫৩০ কোটি টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক-এর অনুমোদন দিয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের নিজস্ব তহবিল থেকে প্রকল্পটির পুরো অর্থায়ন হবে বলে জানা গেছে।

সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু দিন ধরে এই খালটির উন্নয়ন ও উদ্ধারের কথা বলে আসছিলেন। সবশেষ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অফিস করতে গিয়েও সংশ্লিষ্ট এলাকার দুটি প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীর খাল দখলের প্রসঙ্গ টেনে শক্ত অবস্থান ব্যক্ত করেন তিনি।

অনুমোদিত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে ২০১৮ সাল পর্যন্ত।

পরিকল্পনা কমিশন মনে করছে, নতুন এই প্রকল্প অনুমোদন পাওয়ায় ঢাকা মহানগরীর নিকুঞ্জ, জোয়ার সাহারা, ডিওএইচএস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও কালাচাদপুরে জলাবদ্ধতা দূর হবে। এতে শুধু জলাবদ্ধতা দূর হবে তাই নয়, এটি পানি সংরক্ষণ আইনের পরিপালন করতে করা হচ্ছে বলে জানা গেছে।

প্রকল্প এলাকার জন্য ৯৮ দশমিক ৪৬ একর জমি অধিগ্রহণ করা হবে।

প্রকল্প বাস্তাবায়নে চলতি অর্থ বছরে ছাড় করা হবে ৪ হাজার ৬৮৮ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থ বছরে ছাড় করা হবে ৪৬৮ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থ বছরে ছাড় করা হবে ৩৭২ কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হবে ৪ হাজার ৪২৯ কোটি টাকা। খাল খননে ব্যয় হবে ১২০ কোটি টাকা।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।