মামা হচ্ছেন সালমান খান
![মামা হচ্ছেন সালমান খান](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2015September/Salman-Khan20150922101947.jpg)
মামা হতে চলেছেন বজরঙ্গি ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। জানা গেছে, তার বোন অর্পিতা খান শর্মা মা হতে যাচ্ছেন শিগগির। এই খবরে বেশ উচ্ছ্বসিত সল্লু মিয়া।
গেল নভেম্বরে আয়ুষ শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অর্পিতা। বিয়ের একবছরের মধ্যেই সন্তানসম্ভবা হলেন তিনি। তার বাবা সেলিম খান একটি সাক্ষাৎকারে সেকথা স্বীকার করে নিয়েছেন।
তিনি জানিয়েছেন, প্রথমবার মা হতে চলেছে অর্পিতা। আগামী বছরের প্রথম দিকেই তাদের পরিবারে নতুন সদস্যের আগমন হবে।
এলএ/আরআইপি