ইসরায়েল থেকে ড্রোন কিনছে ভারত


প্রকাশিত: ১০:১৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

ইসরায়েলের কাছ থেকে ড্রোন বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ বিমানের মাধ্যমে দেশটি খুব সহজেই কোনো ঝুঁকি ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। দেশটির প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের নিজস্ব ড্রোন তৈরির সংবাদের কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের কাছ থেকে ড্রোন কেনার কথা জানালো ভারত। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারতের পাল্টাপাল্টি যুদ্ধের হুমকির মধ্যে ভারতের এ সিদ্ধান্তে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।   

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর আগেই ইসরায়েলের কাছ থেকে সর্বাধুনিক ড্রোন ‘হেরন’ কেনার পরিকল্পনা নেয় ভারত। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে ড্রোনগুলো দ্রুত আনার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করে বিমানবাহিনী।

এরপরই ইসরায়েলের কাছ থেকে ১০টি হেরন টিপি ড্রোন কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয় ভারত।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।