সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ
আগামী সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। ওইদিন বাংলাদেশ মান সময় ভোর ৬টা ১০ মিনিট ১৮ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করে বাংলাদেশ মান সময় ১১টা ২৩ মিনিট ৫৪ সেকেন্ডে উপচ্ছায়া হতে বের হয়ে আসবে।
সকাল ৭টা ৬ মিনিট ৪৮ সেকেন্ডে চাঁদ প্রচ্ছায়ায় প্রবেশ করে বাংলাদেশ মান সময় ১০টা ২৭ মিনিট ২৪ সেকেন্ডে প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে। বাংলাদেশ মান সময় সকাল ৮টা ১০ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে বাংলাদেশ মান সময় সকাল ৯টা ২৩ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে।
চন্দ্রের সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় সকাল ৮টা ৪৭ মিনিট ০৬ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.২৮২। ওইদিন বাংলাদেশে সকাল ৫টা ৩০ মিনিট হতে সকাল ৬টার মধ্যে চন্দ্রাস্ত ঘটবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এ কথা জানিয়েছে।
কোট ডি আইভরির টাবুউ শহরের দক্ষিণে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৪২ মিনিট ৫৪ সেকেন্ডে চাঁদ প্রথমবারের মত উপচ্ছায়ায় প্রবেশ করবে। অন্যদিকে ইকুয়েডরের টুমাকো বন্দরের পশ্চিমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৫৮ মিনিট ৩৮ সেকেন্ডে শেষবারের মত উপচ্ছায়া হতে বের হয়ে আসবে। ঘানার আক্রা শহরের দক্ষিণে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী ২৭ সেপ্টেম্বর স্থানীয় মান সময় রাত ১১টা ৪৭ মিনিট ২৯ সেকেন্ডে চাঁদ প্রথমবারের মত প্রচ্ছায়ায় প্রবেশ করবে।
অন্যদিকে ব্রাজিলের উত্তর-পশ্চিম প্রান্তে আগামী ২৭ সেপ্টেম্বর তারিখে স্থানীয় মান সময় রাত ১১টা ৫৫ মিনিট ৫ সেকেন্ডে শেষবারের মত প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে। ব্রাজিলের নাটাল শহরের উত্তরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আগামী রোববার স্থানীয় মান সময় রাত ১১টা ৪৯ মিনিট ৫৪ সেকেন্ডে চাঁদের কেন্দ্রীয় গ্রহণ আরম্ভ হবে। অন্যদিকে ব্রাজিলের উত্তর প্রান্তে আগামী রোববার স্থানীয় মান সময় রাত ১১টা ৫২ মিনিট ৩৮ সেকেন্ডে চাঁদের কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।
এসএ/একে/আরআইপি