সায়েদাবাদ হয়ে বাড়িতে ছুটছে মানুষ


প্রকাশিত: ০৭:০১ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

নাড়ির টানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটতে শুরু করেছে সাধারণ মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ-উল-আযহার আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই যাত্রা। মঙ্গলবার সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এমনই চিত্র দেখা গেছে।

পুরো টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের দুই দিন বাকি থাকতেই বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ব্যবসায়ী বা অন্য পেশায় যারা জড়িত তারাই আজ (মঙ্গলবার) বাড়িতে যাচ্ছেন। এর আগে রোববার ও সোমবার ও ঢাকা ছেড়েছেন অনেকে।

এদিকে, বুধবার অফিস শেষ করার পর সরকারী ছুটি শুরু হবে। তাই অফিস শেষ করেই বাড়িতে ছুটবেন তারা। তবে অনেক সরকারী চাকুরিজীবীকেও আজ ঢাকা ছাড়াতে দেখা গেছে।

চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেসের টিকিট বিক্রেতা শরিফ জাগো নিউজকে জানান, মঙ্গলবার থেকে যাত্রীদের চাপ অনেকটা বেড়ে গেছে।= অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে তারা আগের সিডিউল না মেনে যখনই গাড়িতে যাত্রী হয়ে যাচ্ছে তখনই বাস ছেড়ে দিচ্ছেন।

এদিকে হানিফ শ্যামলি ও ইউনিক পরিবহনের কাউন্টার ঘুরে দেখা গেছে, ঘরমুখো মানুষ ছুটছেন বাড়ির দিকে। এসব পরিবহন মূলত সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী নোয়াখালির রুটে চলাচল করে। এই রুটে যাত্রীদের ভীড়ও গত দুইদিনের তুলনায় অনেক বেশি।

এছাড়া কুমিল্লাগামী পরিবহনের সংখ্যা তুলণামুলক অনেক বেশি হওয়ায় এসব পরিবহন অগ্রিম টিকিট বিক্রি করেনি। যাত্রীদের তুলনায় গাড়ির সংখ্যা পর্যাপ্ত হওয়ায় স্বাচ্ছন্দেই এসব পরিবহন যোগে ঢাকা ছাড়াতে দেখা গেছে অনেককে।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।