বিসিসিআই’র নতুন নেতৃত্ব নিয়ে যুদ্ধ


প্রকাশিত: ০৪:০১ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ‘গ্লোবাল পাওয়ার হাউজ’- খ্যাত বিসিসিআই’র নেতৃত্ব নিয়ে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। সোমবার থেকেই নানামুখি প্রতিদ্বন্দ্বিতা নানা রকম ভবিষ্যৎবাণী আসতে শুরু করেছে।

রোববার কোলকাতার একটি হাসপাতালে পরলোকগমন করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ডালমিয়া। এসময় তার হৃৎপিন্ডের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। যেখান থেকে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে বোর্ড সভাপতির মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদটি দখলের জন্য নতুন করে শুরু হতে পারে নোংরা রাজনীতি। বিশেষ করে এই সুযোগটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি বিতর্কিত সংগঠক নারায়নাস্বামী শ্রীনিভাশন ফের শীর্ষ পদটি দখলের পায়তারা করতে পারেন।

শ্রীনিবাসনের স্বেচ্চাচারিতা এবং দুর্নাম ছড়িয়ে পড়ার কারণে ফের ভারতীয় ক্রিকেটের সভাপতির দায়িত্ব গ্রহন করেন ডালমিয়া। বিশিষ্ট ক্রিকেট ধারাভাষ্যকার আয়াজ মেমন বলেছেন, ডালমিয়া ছিলেন একমাত্র ব্যক্তি যিনি বোর্ডের প্রতিদ্বন্দ্বি গ্রুপ গুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে সক্ষম হয়েছিলেন। দুটি শক্তিশালী গ্রুপের মধ্যে বোর্ডের ক্ষমতা দখলের জন্য নিয়মিত অন্ত:র্দ্বন্দ্ব থাকলেও সেটি কখনো প্রকাশ্যে আসেনি।

হিন্দুস্তান টাইমস বলেছে যে শ্রীনিভাসন ও বিসিসিআইয়ের বর্তমান সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুরের সমর্থকরা এরই মধ্যে শীর্ষ পদটি দখলের জন্য তৎপরতা শুরু করে দিয়েছে। বিসিসিআই’র জন্য সামনে কঠিন একটি সময় অপেক্ষা করছে বলে এতে ভবিষ্যৎ বানী করা হয়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআই’র একজন কর্মকর্তা বলেছেন যে বোর্ডের নতুন প্রধান নির্বাচনের জন্য ১৫ দিনের মধ্যেই বিশেষ সাধারণ সভা আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। যে কারণে অনেকেই প্রার্থী হবার জন্য এখন থেকেই দৌড় ঝাপ শুরু করেছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।