মালয়েশিয়া ওপেন দাবায় নিয়াজের জয়


প্রকাশিত: ০৭:০১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে ১২তম আইজিবি দাতো আর্থার তান মালয়েশিয়া ওপেন দাবা টুর্নামেন্ট। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরেশদ দুই রাউন্ডের দুই ম্যাচের একটিতে জয় পেয়েছেন এবং একটি ড্র করেছেন। এছাড়া ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ দুটি খেলায় ড্র করেছেন।

এদিন প্রথম ও দ্বিতীয় দুই রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরেশদ দুই খেলায় ১.৫ পয়েন্ট এবং তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দুই খেলায় এক পয়েন্ট অর্জন করেছেন।

প্রথম রাউন্ডের খেলায় নিয়াজ মালয়েশিয়ার ফিদে মাস্টার ওয়ং ইন লংয়ের সাথে এবং ফাহাদ ভিয়েতনামের ফিদে মাস্টার লি তুয়ান মিনের সাথে ড্র করেন।

দ্বিতীয় রাউন্ডে নিয়াজ মালয়েশিয়ার সুব্রামানিয়াম সুমান্তকে পরাজিত করেন ও ফাহাদ ভারতের আন্তর্জাতিক মাস্টার এশা কারাবাদের সাথে ড্র করেন।

১৮টি দেশের নয়জন গ্র্যান্ড মাস্টার এবং ২৭ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৪৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।