সাংবাদিক এ.কে কবির আর নেই


প্রকাশিত: ০২:০২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

বিশিষ্ট সাংবাদিক,গবেষক ও লেখক সৈয়দ এ.কে কবির  (৭৫) আর নেই। তিনি রোরবার রাত ২টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও ৩ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ জোহর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পরিবিারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

দীর্ঘ কর্মময় জীবনে তিনি ডেইলি মুসলিম ওয়াল্ড, দৈনিক বিশ্বডাক, দৈনিক বাংলার প্রান ও ডেইলি ওয়ার্ল্ড পোস্ট পত্রিকার সম্পাদক ছিলেন।

তিনি ক্ষুধা ও দারিদ্র মুক্তির বিশ্ব নেত্রী ড. শেখ হাসিনা গ্রহসহ অসংখ্য বইয়ের রচয়িতা।

সৈয়দ এ.কে কবির গবেষণা কাজের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের ডেপুটি গভর্ণর অ্যান্ড রিসার্স ফেলো (এবিআই) সম্মানে ভূষিত হন। তিনি খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ সম্পাদক পরিষদের সাবেক সহ-সভাপতি ছিলেন।

৪ ভাইয়ের মধ্যে এ.কে কবির ছিলেন সবার বড়। তার ২য় ভাই সৈয়দ সিরাজুল ইসলাম কৃষি ব্যাংকের জিএম। ৩য় ভাই গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বার্তা সংস্থা ইউএনবির গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ মিরাজুল ইসলাম এবং ছোট ভাই সৈয়দ মুরাদুল ইসলাম দৈনিক আমদের সময় ও গাজী টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, শ্রমজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

সৈয়দ এ.কে কবির ১৯৪০ সালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জম্ম গ্রহন করেন।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।