প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত : রাজনাথ


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান ও চীনসহ প্রতিবেশী সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। সোমবার জম্মু ও কাশ্মীরের সাম্বায় ইন্দো টিবেতান বর্ডার পুলিশের (আইটিবিপি) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে ভারত সবসময়ই তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায়ে বিশ্বাসী। ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে এবং সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের পদক্ষেপ নেয়া উচিত।

হিমালয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের সময় আইটিবিপি জওয়ানদের উদ্ধার তৎপরতার প্রশংসা করে রাজনাথ সিং বলেন, জওয়ানরা কেবল বরফের যোদ্ধা নয় তারা হিমালয় পুত্র।

এর আগে গত বছর আফগানিস্তানের হেরাতে ভারতীয় কনস্যুলেটে সন্ত্রাসী হামলার সময় আইটিবিপি জওয়ানদের প্রতিরোধী ভূমিকারও প্রশংসা করেন তিনি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।