আইনজীবীদের অসচেতনতায় গুরুত্বপূর্ণ মামলা দুর্বল হয়ে পড়ছে


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

মামলার প্রতিটি ধাপ গলায় পড়া চেইনের মতো, এর একটি চেইন খুলে গেলে যেমন সেটিকে আর গলায় ধারণ করা যায়না, মামলার ক্ষেত্রেও একটি অংশ দুর্বল হলে ন্যায় বিচার দেয়া সম্ভব হয়না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।   

তিনি বলেন, আইনজীবীদের অসচেতনতা এবং দুর্বল সাক্ষীর কারণে অনেক গুরুত্বপূর্ণ মামলা দুর্বল হয়ে পড়ায় ন্যায় বিচার দেয়া সম্ভব হয়না।

সোমবার জামালপুর জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, সরকারি যে কোনো প্রতিষ্ঠানের চাইতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অনেক বেশি। আর এই আস্থা প্রতিষ্ঠায় আইনজীবীদের অনেক বড় ভূমিকা রয়েছে। আইনজীবীদের সহযোগিতায় দেশে আরো শক্তিশালী ন্যায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালে মামলা জট থাকায় বিচারপ্রার্থীরা অনেক দুর্ভোগ পোহায়, বিচারপ্রার্থীদের এই দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

প্রধান বিচারপতি আরো বলেন, সারাদেশে বিচারকরা নিরাপত্তাহীন অবস্থায় ভাড়া বাসায় বসবাস করে বিচারিক দায়িত্ব পালন করে যাচ্ছে। তাই প্রতিটি জেলায় বিচারকদের জন্য স্থায়ী আবাসন ব্যবস্থা করার কথা জানান প্রধান বিচারপতি।

জামালপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ার, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এস এম জামাল আব্দুন নাসের প্রমুখ।

শুভ্র মেহেদী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।