আরএফএলের বিজ্ঞাপনে রেসি


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসিকে এবার দেশের শীর্ষস্থানীয় বিপণন সংস্থা আরএফএলের একটি বালতির বিজ্ঞাপনে দেখা যাবে। সোমবার দুপুরে বিজ্ঞাপনটির চিত্রধারণ করা হয় এফডিসির সাত নং ফ্লোরে। এস এম আরাফাতুর রহমানের নির্দেশনায় বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সালাহউদ্দীন।

বিজ্ঞাপনটি সম্পর্কে রেসি জাগো নিউজকে বলেন, ‘পারিবারিক কারণে কয়েক বছর শোবিজ থেকে দূরে ছিলাম। বর্তমানে নিজেকে গুছিয়ে নিয়েছি এবং আবার শোবিজে নিয়মিত হচ্ছি। এরইমধ্যে বেশ কিছু ছবিতে কাজের কথা হচ্ছে। পাশাপাশি কিছু বিজ্ঞাপনেও কাজ করছি। সেই ধারাবাহিকতায় আরএফএল বালতির বিজ্ঞাপনটি করা।’

তিনি আরো বলেন, ‘বিজ্ঞাপনের কনসেপ্টটি অনেক সুন্দর। এজন্য কাজ করতে রাজি হয়েছি। আশা করি সকলের কাছে বিজ্ঞাপনটি ভালো লাগবে।’  

বিজ্ঞাপনের থিম নিয়ে এস এম আরাফাতুর রহমান বলেন, ‘বিজ্ঞাপনে দেখা যাবে কয়েকটি পরিবারে নিত্য প্রযোজনীয় কাজ সাধন করার জন্য পানির যে চাহিদা সেটা থাকা সত্ত্বেও পানি ধরে রাখার জন্য পাত্রের সংকুলান। হঠাৎ অদৃশ্যভাবে একশো লিটারের একটি আরএফএল বালতির আবির্ভাব হবে এবং সেটা পেয়ে পানি ধরে নিত্যপ্রযোজনীয় চাহিদা পূরণ হবে। জনপ্রিয়তা ও চরিত্রের প্রয়োজনেই এখানে চিত্রনায়িকা রেসিকে বেছে নেয়া হয়েছে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি সময়ে বিজ্ঞাপনটি সবগুলো টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।