সিরিয়ার চার শহরে অস্ত্রবিরতি শুরু
সিরিয়ার চারটি শহরে নতুন করে সাময়িক অস্ত্রবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষণকারী সংস্থা। রোববার দেশটির রাজধানী দামেস্কের জাবাদানি, মাদায়া ও উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশের শিয়া অধ্যুষিত ফুয়া এবং কাফরায়া শহরে এ অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। খবর আলজাজিরার।
সরকারপন্থী ও বিরোধী বাহিনীগুলোর মধ্যে এ অস্ত্রবিরতি শুরু হয়েছে। এর আগে গত মাসে ওই চার শহরে দুই দফা অস্ত্রবিরতির কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। এর মাঝে নতুন এই অস্ত্রবিরতি কতদিন টিকবে তা এখনো পরিষ্কার নয়।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অস্ত্রবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ফুয়া শহরের কিছু অংশ দখল করেছে আল-নুসরা ফ্রন্ট নেতৃত্বাধীন বিদ্রোহীরা। লেবাননের শিয়া হিজবুল্লাহ সমর্থিত সিরিয়ার সরকারপন্থী বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর ফুয়ার ওই অংশ দখল নেয় তারা।
সরকারপন্থী ও বিদ্রোহী বাহিনীগুলোর মধ্যে এ অস্ত্রবিরতি শুরু হয়েছে। ফুয়া ও কাফরায়া এলাকায় বুধবার থেকে শুরু হওয়া ব্যাপক সংঘর্ষে ৭৪ বিদ্রোহীসহ অন্তত ১১৪ জন নিহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহীরা দেশটির অধিকাংশ প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে।
এসআইএস/আরআইপি