নাটোরে সম্মাননা পাচ্ছেন আবুল আসিফ মার্শাল


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

প্রাণ-আরএফএল গ্রুপের ক্রিয়েটিভ ডিরেক্টর আবুল আসিফ মার্শাল নাটোর ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৪’ পেতে যাচ্ছেন।

সূত্র জানায়, ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

জেলা শিল্পকলা একাডেমির ‘চারুকলা’ শাখায় বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।

আবুল আসিফ মার্শাল ১৯৬২ সালের ২৭ নভেম্বর নাটোরের চকরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে প্রাণ-আরএফএল গ্রুপে ‘ক্রিয়েটিভ ডিরেক্টর’ হিসেবে যোগদান করেন।

আবুল আসিফ মার্শালের কিছু চিত্রকর্ম:
Marshal-Art

Marshal-Art-1

Marshal-Art-2

Marshal-Art-3

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।