ইউক্রেনে বিমান বিধ্বস্তে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৯

ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। বিমানটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের কাছে শুক্রবার সকালে বিধ্বস্ত হয়।

এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা মালামাল সরবরাহে অ্যান্তোনোভ-১২ নামের সামরিক বিমানটি ব্যবহৃত হতো। ইউক্রেন এয়ার অ্যালাইয়ান্সের ওই বিমানটির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এটি বিমানবন্দরে অবতরণের আগেই বিধ্বস্ত হয়।

বিমানটি স্পেনের ভিগো থেকে ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল। জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সাত ক্রু এবং অপর এক যাত্রী ছিলেন। তারা মালামাল বহন করছিলেন।

তবে ওই বিমানে করে কী ধরনের মালামাল বহন করা হচ্ছিল তা জানা যায়নি। ইউক্রেনের ইউনিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটি একটি সামরিক কার্গো বিমান ছিল। এটি লভিভ বিমানবন্দরে জ্বালানি নেয়ার জন্য অবতরণ করার আগেই বিধ্বস্ত হয়।

চার ইঞ্জিন বিশিষ্ট বিমানটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।