ভারতে নৌকাডুবিতে এখনও নিখোঁজ অর্ধশত
ভারতের পশ্চিমবঙ্গের মহানন্দা নদীতে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭০ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তারপর থেকেই বহু মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
মালদা জেলার চাচাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ইতাহার থানার মুকুন্দপুর ঘাটে প্রতি বছরই পঞ্চমীর দিনে নৌকা বাইচের আয়োজন করা হয়। বৃহস্পতিবারও তেমনই আয়োজনের মধ্যে এই দুর্ঘটনা ঘটল।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানন্দাপুরের জগন্নাথপুর ঘাটের কাছে আসার সময় নৌকাটি উল্টে যায়।
বন্যার কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে পঞ্চায়েত প্রধান আক্তারুল ইসলাম বলেছেন, ওই নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়া হয়েছিল। ফলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
টিটিএন/এমএস