৩০ হাজার শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৭:১৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আগামী দুই বছরে ১৫ হাজার করে মোট ৩০ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে তার দেশ। এর ফলে ২০১৭ সালের মধ্যে দেশটিতে শরণার্থীর সংখ্যা এক লাখে পৌঁছাবে। রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইয়ারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জন কেরি এ তথ্য জানান।

কেরি বলেছেন, আগামী বছর সারা বিশ্ব থেকে ১৫ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হবে। ফলে দেশটিতে আশ্রয়প্রাপ্ত শরণার্থীর সংখ্যা ৭০ হাজার থেকে বেড়ে ৮৫ হাজারে পৌঁছাবে। একইসঙ্গে ২০১৭ সালে আরো অন্তত ১৫ হাজার শরণার্থীকে গ্রহণ করবে দেশটি।

migrant

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত এসব শরণার্থীদের অধিকাংশই সিরীয় হবে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থীদেরকেও যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে আগামী বছর দেশটিতে আরো ১০ হাজার সিরীয় অভিবাসীকে আশ্রয় দেয়ার কথা জানিয়েছিল হোয়াইট হাউস। তবে সিরিয়ার কতজন শরণার্থীকে আশ্রয় দেয়া হবে তা জানাতে পারেননি কেরি। কিন্তু তার দেশ শরণার্থীদেরকে সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।

কেরি সংবাদ সম্মেলনে আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে কংগ্রেসের সঙ্গে আলোচনা করে শরণার্থীদের আশ্রয়ের পরিমাণ বাড়ানো হবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।