ক্যারিয়ার গড়ুন এভিয়েশন অপারেশনে


প্রকাশিত: ০৬:২৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০০৪ সালে কলেজ অব এভিয়েশন টেকনোলজির যাত্রা শুরু। এখানে ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষা ও প্রফেশনাল স্টাডিজ অনুষদের ৮টি বিভাগে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। আপনিও ‘এভিয়েশন অপারেশন প্রফেশনাল ডিপ্লোমা কোর্সে’ ভর্তি হয়ে এভিয়েশন অপারেশনে ক্যারিয়ার গড়তে পারেন। কারণ এটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ার।

এভিয়েশন অপারেশন কী :
এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট নিয়ে স্পেশ্যালাইজড কোর্স এটি। যেখানে এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফিন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইন-কানুন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়।

শিক্ষাগত যোগ্যতা :
এখানে এসএসসি/‘ও’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। তবে শিক্ষার্থীকে অবশ্যই ন্যূনতম জিপিএ ৩.৫ পেতে হবে। এছাড়া কোর্সটি স্নাতকদের জন্য বেশি কার্যকরী।

ভর্তির সময় :
এ কোর্সে অক্টোবর- নভেম্বর ও মার্চ-এপ্রিল সেশনে ভর্তি কার্যক্রম চলে।

পরীক্ষার ধরন :
লিখিত ও মৌখিক উভয় ধরনের পরীক্ষা হয়। মূলত উভয় পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হয়। তবে পরীক্ষার প্রশ্ন সব সিলেবাস অনুযায়ী হয় এবং প্রতিষ্ঠান থেকে যথাসম্ভব সহযোগিতা করা হয়।

কোর্সের খরচ :
সর্বমোট খরচ পড়বে মাত্র ১০,৫০০ টাকা।

যোগাযোগ:
কলেজ অব এভিয়েশন টেকনোলজি, মেইন ক্যাম্পাস, সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা এবং ক্যাম্পাস-২, সেক্টর-২৯, রোড-১৬, বাড়ি-১৪, উত্তরা।

আলাপ : ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩, ০১৯২৬৯৬৩৬৫৫।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।