মুসলমানকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করা উচিত নয়


প্রকাশিত: ০৬:২০ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী বেন কারসন বলেছেন, ইসলাম ধর্ম মার্কিন সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, কোনো মুসলমানকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করা উচিত নয়।

বারাক ওবামাকে মুসলমান বলার প্রতিবাদ না করায় রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তীব্র সমালোচনার মুখে পড়ার একদিন পরেই বেন কারসন এ মন্তব্য করলেন।

ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের চাপের মুখে পড়ার পর ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট ওবামাকে রক্ষা করা তার কাজ নয়।

আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিকে দেয়া সাক্ষাতকারে কারসন রোববার অবসরপ্রাপ্ত নিউরো সার্জন বেন কারসন বলেন, যদি বিষয়টি আমেরিকার মূল্যবোধ ও নীতির সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে।

তিন বলেন, আমরা একজন মুসলমানের কাছে জাতির দায়িত্ব ন্যাস্ত করব, তা আমি সমর্থন করি না।

এদিকে কারসনের এই বক্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধর্মীয় সংগঠন সাবেক এই নিউরো সার্জনকে দেশটির আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে। সূত্র : বিবিসি ও এনডিটিভি।
 
এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।