রাজধানীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

রাজধানীতে ঈদুল আযহার প্রধান জামাত শুক্রবার সকাল ৮টায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহের সামগ্রিক প্রস্তুতি নিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ধর্মমন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন মেয়রের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভাপতিত্বে ২৫ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে জানানো হয়। ওই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এসএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।