ক্যালিফোর্নিয়ায় দাবানলে ১ হাজার ৪শ’ বাড়িঘর ধ্বংস


প্রকাশিত: ০৫:৩২ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় দুটি দাবানলে ১ হাজার ৪শ’র বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ রাজ্যের ভয়াবহ এ দাবানলের কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এছাড়া মন্টেরেইয়ের দক্ষিণাঞ্চলে নতুন করে শুরু হওয়া দাবানলে একজন মারা গেছে। তাকে নিয়ে চলমান এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

ভয়াবহ এই দাবানলে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ কখন বাড়িতে ফিরে যেতে পারবে তা নিয়েই উদ্বিগ্ন রয়েছে। দাবানল থেমে যাবার পরও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বেশ কিছুদিন সময় লাগবে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যালফায়ার) জানায়, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ১০ হাজার ৫শ’ দমকল কর্মী মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত ওই অঞ্চলের ১০টি বাড়ি ধ্বংস হয়েছে। বেং ১২০০ একর জমি পুড়ে গেছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।