পশ্চিমবঙ্গে একজন অনুপ্রবেশকারীও থাকতে পারবে না : অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০১ অক্টোবর ২০১৯

পশ্চিমবঙ্গ প্রদেশে জাতীয় নাগরিকপঞ্জিকা (এনআরসি) চালু হবে। তৃণমূল কংগ্রেস যতই বিরোধিতা করুক না কেন, এটির বাস্তবায়ন করবে বিজেপি। একজন অনুপ্রবেশকারীও পশ্চিমবঙ্গে থাকতে পারবে না। মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এমন হুঙ্কার দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত শাহ।

তিনি বলেন, ‘দিদি নিজেই এক সময় অনুপ্রবেশকারীদের বের করে দেয়ার কথা বলতেন। এখন ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে এনআরসি হতে দিতে চাইছেন না।’ এনআরসি নিয়ে তৃণমূল-কংগ্রেস ভীতি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন অমিত শাহ।

বিজেপির এই প্রধান বলেন, ‘মানুষের মনে ভীতি সৃষ্টি করতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা রটানো হচ্ছে। বলা হচ্ছে, হিন্দুদেরও তাড়িয়ে দেয়া হবে। এর চেয়ে বড় মিথ্যা হতে পারে না। হিন্দু, বৌদ্ধ, শিখ শরণার্থীদের কেউ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করবে না। নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে শরণার্থীরাও দেশের নাগরিক হিসাবে সমস্ত অধিকার ও সুযোগ-সুবিধা পাবেন।’

কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরোধিতা করায় তৃণমূল-কংগ্রেসকে এক হাত নেন অমিত শাহ। তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই পশ্চিমবঙ্গের মানুষও ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অথচ ৩৭০ অনুচ্ছেদ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারছে না তৃণমূল। সংসদে ভোটাভুটির সময়ে তারা ওয়াকআউট করেছিল।’

অমিত শাহ বক্তব্যের চুম্বক অংশ :

• পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতেই হবে।

• ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা দেশের মানুষের জন্য কাজ করেন মোদি। গত ২২ বছরে কখনও ছুটি নেননি। ভারতের জন্য নিজেকে সমর্পণ করেছেন। বহু বছর পর ভারতে এমন একজন নেতা এসেছেন।

• পশ্চিমবঙ্গের কৃষকরা কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা পাচ্ছেন না।

• সারদা, রোজভ্যালি দুর্নীতি, সিন্ডিকেট রাজত্ব নিয়ে কিছু বলব না। কিন্তু দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছাতে দেননি মমতা দিদি। যে কারণে পশ্চিমবঙ্গের মনুষ ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাচ্ছেন না। মোদির জনপ্রিয়তা বেড়ে যাবে বলে তা চালু হতে দেননি তিনি।

• রাম নবমী পালনে বাধা সৃষ্টি করার ক্ষমতা আর কারও নেই। এবার সরকার গড়তে দিন আমদের। তাহলে পশ্চিমবঙ্গের ভোল পাল্টে যাবে।

• বাংলায় আইন-শৃঙ্খলার কী পরিস্থিতি তা ভাল করেই জানেন আপনারা। আমাদের ১৮টি আসন দিয়েছেন আপনারা। তাতেই ফল দেখুন। আগে দুর্গা বিসর্জনের জন্য আদালতে ছুটতে হতো। আর আমি নিজে এসেছি মা দুর্গার আরতি করার জন্য।

• পশ্চিমবঙ্গের মানুষ কমিউনিস্টদের কেন তাড়িয়েছিলেন? এই দিন দেখার জন্য?

• বিজেপি কর্মীদের কাছে আমার অনুরোধ, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলুন। তাদের বোঝান, কেউ ঘাড় ধরে বের করে দেবে না।

• দিদি, রাজনৈতিক স্বার্থ দেশের ঊর্ধ্বে নয়। সে কথা মাথায় রেখেই কাজ করেছি আমরা।

• কোনো দেশ কোটি কোটি অনুপ্রবেশকারীর বোঝা বইতে পারে না। তাই এনআরসি করতেই হবে। তবে পশ্চিমবঙ্গের দ্রুত উন্নয়ন সম্ভব হবে। নইলে বড় ক্ষতি হয়ে যাবে।

• এই মমতা দিদি একসময় অনুপ্রবেশকারীদের বের করে দেয়ার কথা বলতেন। এখন ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে এনআরসি হতে দিতে চাইছেন না।

• দিদি বলছেন, এনআরসি হতে দেবেন না। আমি বলছি, ভারতে কোনো অনুপ্রবেশকারীদের থাকতে দেব না। বেছে বেছে তাড়াব সকলকে।

• এই বিলই রাজ্যসভায় পাশ হতে দেয়নি তৃণমূল-কংগ্রেস। যারা আজও ভারতের নাগরিক হতে পারেননি, তৃণমূল-কংগ্রসেই তা হতে দেয়নি।

• আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে শরণার্থীরাও দেশের নাগরিক হিসাবে সমস্ত অধিকার ও সুযোগ-সুবিধা পাবেন।

• সিএবি বিলের আওতায় ভারতের সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ শরণর্থীদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে।

• বাংলার মানুষকে ভয় দেখাতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বোঝানো হচ্ছে।

• আমি প্রতিশ্রুতি দিচ্ছি, হিন্দু, বৌদ্ধ শরণার্থীদের কেউ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করবে না।

• এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে হিন্দুদেরও তাড়িয়ে দেয়া হবে। এর চেয়ে বড় মিথ্যা হতে পারে না।

• কিন্তু আমাদের মধ্যে কোনো সঙ্কোচ নেই। ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে চিরকালের জন্য ভারতের অংশ করে নিয়েছি আমরা। শ্যামাপ্রসাদকে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন মোদিজি। আনন্দবাজার।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।