আবারও উত্তপ্ত কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০১ অক্টোবর ২০১৯

ভারতীয় সেনাবাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। দু'পক্ষের গোলাগুলিতে এখন পর্যন্ত দুই সন্ত্রাসীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল এলাকায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এখনও সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে গত মাসের শেষের দিকে জম্মু ও কাশ্মীরের তিনটি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তারক্ষীদের পাল্টা জবাবে চার সন্ত্রাসী নিহত হয়। প্রথম ঘটনাটি ঘটে রামবান জেলার বাটোটা এলাকার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। সেখানে একটি যাত্রীবাহী বাসে হামলা চালানো হয়। তবে চালকের বুদ্ধিতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এরপরই বাটোটা টাউন ঘিরে ফেলে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। শুরু হয় সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি।

পরিস্থিতি বেগতিক দেখে একটি বাড়িতে ঢুকে এর বাসিন্দাদের জিম্মি করা হয়। তারপর সেখান থেকেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে অবিরাম গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। পাল্টা জবাব দেয় সেনারাও। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সেখান থেকে জিম্মি করে রাখা বেসামরিক নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, গান্ডেরওয়ালের গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়। তারপরেই দু'পক্ষের মধ্যে লড়াই শুরু জয়। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তৃতীয় ঘটনা ঘটেছে শ্রীনগরে। দুপুরের দিকে একটি বেসামরিক এলাকা লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। যদিও সেসময় পথঘাটে বেশি লোকজন না থাকায় প্রাণহানি ঘটেনি। পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।