পিসিএ সদস্যপদ পেলেন বাংলাদেশি দুই বিচারক


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম এবং বিচারপতি মো. আওলাদ আলী নেদারল্যান্ডের হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালতের সদস্যপদ লাভ করেছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মত বাংলাদেশি বিচারকগণ সম্মানজনক এই প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেছেন। আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গৃহীত ১৯০৭ সালের হেগ সম্মেলনের ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী ৬ বছরের জন্য বাংলাদেশি দুই বিচারকের নিয়োগ পাওয়াকে স্থায়ী সালিশ আদালতের আন্তর্জাতিক ব্যুরো স্বাগত জানিয়েছে।

এই নিয়োগ হেগে অবস্থিত আইনি প্রতিষ্ঠানগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ যে অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে তারই প্রতিফলন।

বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি মো. আওলাদ আলী হাইকোর্ট বিভাগের একজন প্রাক্তন বিচারপতি।

বিচারপতি মো. তোফাজ্জল ইসলাম সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের শাস্তির জন্য হাইকোর্টের দেয়া রায় বহাল রাখাসহ বিভিন্ন দৃষ্টান্তমূলক বিচারের প্রধান স্থপতি।

বিচারপতি মো. আওলাদ আলী তার পেশাগত জীবনে আইনজীবী হিসেবে অনেক বাণিজ্যিক সালিশি মামলা অত্যন্ত সফলতার সাথে পরিচালনা করেছেন। উভয় বিচারপতি তাদের স্ব স্ব ক্ষেত্রে অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং সালিশি আদালতে যথাযথ অবদান রাখতে সক্ষম।

স্থায়ী সালিশি আদালত, দি হেগ এর একটি ঐতিহ্যবাহী স্থাপনা ‘পিস প্যালেস’ এ অবস্থিত ১১৭ সদস্যবিশিষ্ট একটি আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

১৮৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিবাদমান বিষয়সমূহের শান্তিপূর্ণ সমাধান এবং সালিশ পরিচালনা করে আসছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।