কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

ডাকাতি মামলায় ভারতে আট বছর কারাভোগ শেষে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই সহোদরসহ তিনজন দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রোববার সন্ধ্যা ৭টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা যুবকরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার আব্দুস ছাত্তারের ছেলে জলিল (৩৫) ও তার ভাই জাহিদ (৩২), এবং একই জেলার সৌমেথের ছেলে শুকুর আলী (৩৩)।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল চৌধুরী জানান, ডাকাতি মামলায় ভারতের ঝাড়খণ্ডে ওই যুবকদের আট বছরের সাজা হয়। সাজা শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জামাল হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।