ধুনটে আ.লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চলাকালে মাদকসেবীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার এলাঙ্গী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আলম (৪৮), লিপ্টন মিয়া (৪০), সদস্য আব্দুল মান্নান (৩০), শাহা আলী (৩০), ইউনিয়ন যুবলীগের সদস্য জিয়ারুল ইসলাম (৩২) ও সুমন সরকার (৩২)।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার গভীর রাতে উপজেলার এলাঙ্গী বাজারের মাছপট্টি এলাকায় একদল যুবক মাদক সেবন করে জননিরাপত্তা বিঘ্নিত করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করে। তখন অন্যান্য মাদকসেবীরা সংঘবদ্ধ হয়ে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আটক চার মাদকসেবীকে ছিনিয়ে নেয়।
এ সময় মাদকসেবীদের হামলায় এসআই ফারুক হোসেন, এএসআই ফজলুল হক ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন আহত হয়। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে রোববার বিকেলে অভিযান চালিয়ে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলালের এলাঙ্গী বাজারস্থ চেয়ারম্যান বাড়ি নামে বাসা থেকে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার চ্যাটার্জ্জী বাদী হয়ে এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এমএ তারেক হেলালসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
লিমন বাসার/এআরএ/আরআইপি