গুয়াহাটি-ঢাকার সরাসরি ফ্লাইট বাতিল করল স্পাইসজেট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯

চলতি বছরের জুলাইয়ের ১ তারিখে ভারতের আসাম থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্বল্প ব্যয়ে সরাসরি বিমানসেবা চালু করেছিল ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেট। তবে তিন মাসেরও কম সময়ের মধ্যেই গুয়াহাটি থেকে ঢাকাগামী বিমানের সরাসরি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।

সরাসরি গুয়াহাটি থেকে ঢাকাগামী এই পরিষেবা নিয়ে বেশ আশাবাদী ছিল স্পাইসজেট। কিন্তু আশানুরূপ যাত্রী না পাওয়ায় স্বল্প সময়ের মধ্যেই এই পরিষেবা বাতিল করা হয়েছে বলে সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে।

প্রতিদিন ফ্লাইট চলাচলের কথা থাকলেও যে পরিমাণ যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করার কথা ছিল সে অনুযায়ী যাত্রী না পাওয়ায় পরবর্তীতে সপ্তাহে দু'দিন করে গুয়াহাটি থেকে ঢাকা আসতো স্পাইসজেটের বিমান। কিন্তু এই অবস্থা দিন দিন আরও খারাপ হতে শুরু করে। ফলে এই পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

অনেকেই মনে করছেন, গুয়াহাটি থেকে ঢাকাগামী সরাসরি বিমানসেবা বাতিলের ফলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্কের যে বন্ধন তৈরির সম্ভাবনা ছিল তা ক্ষতিগ্রস্ত হতে পারে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।