হাজীগঞ্জে মাদকসেবী ইউপি সদস্যের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:২১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে সলেমান মিজি (৪২) নামে এক ইউপি সদস্যকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

সলেমান মিজি সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোটসুন্দর মিজি বাড়ির মৃত রহমান মিজির ছেলে এবং একই ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ জাগো নিউজকে জানান, শনিবার রাতে ইয়াবা সেবনের জন্য হাজীগঞ্জ বাজারে আসেন সোলেমান। এরপর বাড়িতে চলে যাওয়ার সময় রাত ২টার দিকে উপজেলার বাকিলা রেলক্রসিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে দুই পিচ ইয়াবা ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জাগো নিউজকে জানান, ইউপি সদস্যকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে কারাগারেও পাঠানো হয়েছে।

ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।