ডেঙ্গু প্রতিরোধে মেয়রদের নিয়ে পথসভা


প্রকাশিত: ০১:০২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকার দুই মেয়রকে নিয়ে পথসভা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। জনগণের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার সচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ ও করণীয় সম্পর্কে ধারণা দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
রোববার ঢাকায় সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় স্বস্থ্যমন্ত্রী এ কথা জানান।  
 
মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব প্রস্তুতি রয়েছে। এখন প্রয়োজন জনসচেতনতা। জনগণ সচেতন থাকলে এর বিস্তার ঠেকানো সম্ভব।  

এ সময় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মোহাম্মদ নাসিম আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে কোরবানীর পর সংশ্লিষ্ট জায়গা দ্রুত পরিস্কার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ময়লা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।