ভারতে আতশবাজির বিস্ফোরণে নিহত ২৬


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৪

দিওয়ালি সামনে রেখে ভারতের বিভিন্ন স্থানে আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজস্থানে আতশবাজির দোকান ও গুদামে অগ্নিকান্ডে সাতজন জীবন্ত পুড়ে গেছে।

রাজস্থানের জয়পুর থেকে ৬শ কিলোমিটার দূরে বারমার জেলার বালোতারা শহরে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। ধসে যাওয়া ভবনের নীচে আরও দুজন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।একই ভবনে আতশ বাজির দোকান ও গুদাম ছিল। কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

এছাড়াও গত ২১ অক্টোবর অন্ধ্রপ্রদেশে এ ধরণের ঘটনায় ১৭ জন নিহত হয়। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে দিওয়ালি সামনে রেখে এখন ভারতের প্রায় প্রতিটি বাজি তৈরির কারখানা ব্যস্ত সময় কাটিয়েছে গত এক সপ্তাহ। এতে এই হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ পশ্চিম বাংলায় দুজন নিহত হয়েছে। সূত্র: এনডিটিভি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।