শিক্ষাখাতে যুগান্তকারী অগ্রগতি ঘটেছে : শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০১৪

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষার গুণগত মান বৃদ্ধি আমাদের বড় চ্যালেঞ্জ। শিক্ষা পরিবারের প্রতিটি সদস্যের কাজের মান, দক্ষতা, কর্মসময়, পরিশ্রম, ফলাফল বাড়াতে হবে। তাই প্রতিদিন নিজ নিজ কাজের মূল্যায়ন করুন।’

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) সেমিনার কক্ষে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রাতিষ্ঠানিক স্ব-মূল্যায়ন প্রতিবেদন ২০১৪’ উপস্থাপনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে শিক্ষাখাতে যুগান্তকারী অগ্রগতি ঘটেছে। বর্তমানে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি হার ৯৯ শতাংশের উপরে। ২০১২ সালের মধ্যে প্রাথমিক-মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রী সংখ্যা সমতা অর্জন হয়েছে। এসএসসি এবং এইচএসসিতে ৬ থেকে ৭ শতাংশ শিক্ষার্থী জিপিএ ৫ পাচ্ছে।

তিনি বলেন, ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ১৮ হাজার ৫৯৮টি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ১৮ হাজার ৪২৫টি প্রতিষ্ঠানে নিরীক্ষা চালিয়েছে। ২০১৪ সালের এ নিরীক্ষায় ১ হাজার ২০টি প্রতিষ্ঠান ‘এ’ ক্যাটাগরি, ৯ হাজার ৯৮টি ‘বি’, ৭ হাজার ৩১৯টি ‘সি’, ৯৫৭টি ‘ডি’ এবং ৩১টি ‘ই’ ক্যাটাগরির মান পেয়েছে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর যুগ্ম প্রকল্প পরিচালক রতন কুমার রায় প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।