কোরআন নিয়ে মহাকাশে আমিরাতের নভোচারী

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯

পবিত্র আল-কোরআনের একটি কপি নিয়ে প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠালো সংযুক্ত আরব আমিরাত। মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) ঘোষণা অনুযায়ী বুধবার আমিরাত সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাখিস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সয়ুজ এমএস ১৫’ এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন দেশটির প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন নভোচারী আমেরিকান জেসিকা মেয়ার এবং রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার। আমিরাতের এই নভোচারী সাথে করে পবিত্র আল কোরআনের একটি কপি নিয়ে মহাকাশ ভ্রমণ শুরু করেন।

এছাড়া পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা, ‘কিসাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ, শায়খ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের ছবি এবং ‘আল গাফ’ গাছের ৩০টি বীজ সাথে নিয়েছেন।

Amirat2

সংযুক্ত আরব আমিরাতের প্রথম এই নভোচারী আগামী ৩ অক্টোবর সকাল ১১টা ৩৪ মিনিটে হাজ্জা কাজাকিস্তানে ফিরে আসার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল-মাকতুম গত বছর ঘোষণা দিয়েছিলেন শিগগিরই তারা মহাকাশে নভোচারী পাঠাবে। সেই ঘোষণার বাস্তবায়ন হলো।

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।