রুয়েটে ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ৪ অক্টোবর থেকে। শনিবার সন্ধ্যায় রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রুয়েটের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে এ লেভেল, ও লেভেল এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত আবেদনপত্র পূরণ করে তা ‘ক’ গ্রুপের জন্য ৭০০ টাকার এবং ‘খ’ গ্রুপের জন্য ৮০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ১৭ অক্টোবর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রার বরাবর দাখিল করতে হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ২৮ অক্টোবর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে রুয়েটের ১২টি বিভাগে সর্বমোট ৮১৫টি আসনে শিক্ষর্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এবং রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে অথবা www.ruet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য শিক্ষার্থীরা অফিস সময়ে ০১৫৫৫৫৫৫০২১ ও ০১৫৫৫৫৫৫০২২ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।