মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শেষ


প্রকাশিত: ১০:৩০ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৯৬ কোটি টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫১৪ কোটি টাকা।

রোববার ডিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত আছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৭৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮০০ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে মোট ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১১টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত আছে ২৭টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এসআই/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।