হাজিদের নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন
সৌদি আরবে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার থেকে নিরাপত্তা বাহিনীর এক লাখ সদস্যকে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি বলেছেন, হজের সময় হাজিদের নিরাপত্তায় এলিট কাউন্টার-টেরোরিজম ইউনিট, ট্রাফিক পুলিশ ও জরুরি সিভিল ডিফেন্সের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের অতিরিক্ত সদস্যরাও তাদের সহায়তা করবে।
সন্ত্রাসী গোষ্ঠীদের হুমকির পর হাজিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত নেয়া হলো।
বার্তা সংস্থা এপিকে দেয়া এক স্বাক্ষাতকারে মনসুর আল-তুর্কি বলেন, সন্ত্রাসীরা সৌদি আরবের এক সেন্টিমিটার জায়গাও নিয়ন্ত্রণ করতে পারবে না।
চলতি বছরে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ২০ লাখ হাজি জমায়েত হবেন বলে আশা করা হচ্ছে।
এসআইএস/আরআইপি