আজকের সাধারণ জ্ঞান : ২০ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি?
উত্তর : বউ ঠাকুরাণীর হাট।

২. প্রশ্ন : ‘দত্তকুলোদ্ভব’ কবি কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।

৩. প্রশ্ন : ‘মৌমাছি’ কার ছদ্মনাম?  
উত্তর : বিমল ঘোষের।

৪. প্রশ্ন : ‘লাল নীল দীপাবলি’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : হুমায়ূন আজাদ।

৫. প্রশ্ন : ‘Imagination is more important than knowledge’- উক্তিটি কার?  
উত্তর : আইনস্টাইনের।

৬. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট?
উত্তর : ৯ তলা।

৭. প্রশ্ন : বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর : বলাকা।

৮. প্রশ্ন : বাংলাদেশে এ পর্যন্ত কতবার সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে?
উত্তর : একবার।

৯. প্রশ্ন : বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?
উত্তর : ১১টি।

১০. প্রশ্ন : আবহাওয়া অধিদফতর কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
উত্তর : প্রতিরক্ষা মন্ত্রণালয়।

১১. প্রশ্ন : কোন দেশকে ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয়?  
উত্তর : সুইজারল্যান্ড।

১২. প্রশ্ন : মন্দিরের শহর কোনটি?  
উত্তর : বেনারস।

১৩. প্রশ্ন : এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
উত্তর : ফিলিপাইন।

১৪. প্রশ্ন : ‘পার্থ’ কী?
উত্তর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিস।

১৫. প্রশ্ন : ম্যাপল পাতার দেশ কোনটি?  
উত্তর : কানাডা।

১৬. প্রশ্ন : সম্মেলনের শহর কোনটি?  
উত্তর : জেনেভা।

১৭. প্রশ্ন : ‘Throw cold water’ –কথাটির অর্থ কী?  
উত্তর : নিরুৎসাহিত করা।

১৮. প্রশ্ন : একটি আদর্শ ফুটবলের ওজন কত আউন্স?
উত্তর : ১৪-১৬।

১৯. প্রশ্ন : পাবলো পিকাসো কে?
উত্তর : স্পেনের বিখ্যাত চিত্রকর।

২০. প্রশ্ন : প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তর : মিথেন।

# আজকের সাধারণ জ্ঞান : ১৯ সেপ্টেম্বর ২০১৫

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।