চুয়াডাঙ্গায় ফেনসিডিল চুরির অভিযোগে কিশোরকে নির্যাতন


প্রকাশিত: ০৯:২৯ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

ফেনসিডিল চুরির মিথ্যা অভিযোগ এনে জেবা (১৬) নামের এক কিশোরকে অপহরণের পর মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা অমানুষিক নির্যাতন করেছে। তাকে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করার পর গুরতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে জীবননগর উপজেলার উথলী গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটেছে।

জানা গেছে, জীবননগর উপজেলার উথলী মাদক চোরাচালান সিন্ডিকেটের রেখে দেয়া ফেনসিডিলের মধ্যে থেকে শনিবার দুই পাতায় থাকা ৪০ পিস ফেনসিডিল চুরি হয়ে যায়। উথলী গ্রামের আব্দুল আলিমের ছেলে নবম শ্রেণির ছাত্র জেবা ওই ফেনসসিডিল চুরি করেছেবিলে অভিযোগ করা হয়।

এ মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা হলেন, সেনেরহুদা গ্রামের আলমগীর হোসেন ও উথলী গ্রামের ছামাদুল ইসলাম। উথলী মালোপাড়ার শহীদ শনিবার সন্ধ্যার দিকে জেবাকে জীবননগর হাসপাতাল গেট থেকে জোরপূর্বক ধরে নিয়ে যান তারা। পরে তারা তাকে মোটরসাইকেলযোগে জীবননগর-দত্তনগর সড়কের ধারে নারিকেল বাগানে নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। চুরির কথা স্বীকার না করায় পরে তাকে ছামাদুলের উথলী বাড়ির আম বাগানে নিয়ে যাওয়া হয়।

এসময় থানা পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে আবারো স্বীকারোক্তি আদায়ের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা জোরপূর্বক জেবার কাছ থেকে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন এবং এসময় তাকে আম গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে অমানুষিক নির্যাতন করেন। নির্যাতনে গুরুতর অসুস্থ জেবা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সালাউদ্দীন কাজল/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।