মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে বরিশালে মিছিল


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং নতুন পরীক্ষা গ্রহণের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে নগরীর টাউন হলের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপি সমাবেশ করেন।

এ সময় বক্তারা ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেয়ার দাবি জানান। অন্যথায় দেশের সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে শের-ই-বাংলা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেয়া হয় ।
Barisal-pic
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মো. শাহাদাৎ হোসেন জানান, যেহেতু প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে পরীক্ষার ফলাফল বাতিল এবং নতুন পরীক্ষা গ্রহণ করতে হবে। এজন্য তারা শেবামেক অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছেন।

বরিশাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরদিন দাবি করা হয় আগের দিন ফেইসবুকে প্রশ্নপত্র পাওয়া গেছে। এটা সঠিক নয়, গুজব। প্রশ্নপত্র পরীক্ষার আগে ফাঁস হলে বড় ধরনের আন্দোলন হতো। বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের স্মারকলিপি তিনি পেয়েছেন এমনটা জানিয়ে বলেন, এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

এর আগে শনিবার একই দাবিতে শিক্ষার্থীরা সাংবাদিক সম্মেলন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ন ঘেরাও করে স্মারকলিপি দেয়।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।