ওই যুদ্ধে জড়িয়ে সাংঘাতিক ভুল করেছে পাকিস্তান : ইমরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন নাইন ইলেভেন (৯/১১) হামলার পর তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে জড়িয়ে ‘মস্তু বড় এবং মারাত্মক একটি ভুল’ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা ইমরান সোমবার এমন মন্তব্য করেছেন।

নিউইয়র্কভিত্তিক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন্স (সিএফআর) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন কথা বলেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের সিদ্ধান্তটি ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি।

পারভেজ মোশাররফ সরকারের প্রতি ইঙ্গিত করে ইমরান খান বলেন, ‘সরকারের উচিত ছিল না এমন কোনো প্রতিশ্রুতি দেয়া যা তারা বাস্তবায়ন করতে পারবে না।’ বার্তা সংস্থা পিটিআই ইমরানের এমন মন্তব্যের খবর মঙ্গলবারের এক প্রতিবেদনে জানিয়েছে।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে হামলা করে সন্ত্রাসীগোষ্ঠী আল কায়েদা। তারপর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারের ওপর যে তিনটি দেশের সমর্থন ছিল তাদের মধ্যে অন্যতম পাকিস্তান।

কিন্তু আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেই সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াশিংটনকে সমর্থন দিয়ে তাদের সঙ্গে যোগ দেয় পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেই প্রসঙ্গে বলেন, ‘পাকিস্তানের ওই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নেয়া উচিত ছিল।’

তিনি বলেন, ‘আশির দশকে (১৯৮০) আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল। তখন পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সাহায্য করে সোভিয়েতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আইএসআই প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিদের সারা পৃথিবী থেকেই আমন্ত্রণ জানানো হয়েছিল সোভিয়েতের বিরুদ্ধে জিহাদের জন্য।’

ইমরান খান বলেন, ‘আমরা তিনটি জঙ্গি গোষ্ঠী তৈরি করি সোভিয়েতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। জিহাদিরা তখন নায়কের মর্যাদা পেত। তারপর ১৯৮৯ তে সোভিয়েত আফগানিস্তান ছেড়ে চলে গেল। মার্কিনরাও আফগানিস্তান ছেড়ে চলে গেল। শুধু আমরা রয়ে গেলাম এই গোষ্ঠীদের নিয়ে।’

‘তারপর এলো ৯/১১। পাকিস্তান আবারও যুক্তরাষ্ট্রকে সমর্থন করে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নিল। তখন সেসব গোষ্ঠীদের জঙ্গি হিসেবে ধরে নিয়ে এগোতে হল। তাদের শেখানো হয়েছিল বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করার নাম জিহাদ। কিন্তু যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যখন আসলো তখন সেটা হয়ে গেল সন্ত্রাসবাদ।’

পাকিস্তান এর প্রকৃত ভুক্তভোগী দাবি করে ইমরান খান বলেন, আফগানিস্তানে কোনো ধরনের সামরিক সমাধান সম্ভব নয়। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, ‘যদি বিগত ১৯ বছর ধরে আপনি সফল হতে না পারেন তাহলে আগামী ১৯ বছরও আপনি সফল হতে পারবেন না।’ পাকিস্তানের চরম সংকটের মুহূর্তে পাশে থেকে নানাভাবে সমর্থন ও সহযোগিতা করায় চীনকে ধন্যবাদ জানান ইমরান খান।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।