রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশিত: ০৮:১৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

‘সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজার দরে’, ‘প্রশ্নপত্র ফাঁস হলে দেশ যাবে রসাতলে’ ইত্যাদি স্লোগানের পাশাপাশি মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ  করেছেন মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রাজশাহী মেডিকেল কলেজের সামনে রোববার দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে মানববন্ধন চালিয়ে যায় শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং আগের দিন রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া গেছে। তাই এই পরীক্ষা বাতিল করতে হবে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী জাহিদুল ইসলাম, ইসতিয়াক নাঈম, সারোয়ার জাহান, ইফতেখার আহাম্মেদ, জেনি, মাসুদ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, পরীক্ষার আগের দিন রাত একটা থেকে পর্যায়ক্রমে বিভিন্ন সময় প্রশ্নপত্র ফেসবুকে আপলোড হয়েছে। এমনকি পরীক্ষার দিন সকাল ৭টা ৫৯ মিনিট এবং ৮ টায়ও প্রশ্নপত্র আপলোড হয়েছে। তারা দাবি করেন, যেই প্রশ্নপত্রে তারা পরীক্ষা দিয়েছেন, সেই প্রশ্নপত্রের ছবিও ফেসবুকে পাওয়া গেছে।

ওই শিক্ষার্থীরা বলেন, যারা পড়াশোনা করা ছাত্র, যারা মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য রাত দিন পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন, তারা কেউ এই প্রশ্নপত্রের পেছনে ছুটতে যাননি। তারা তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। যারা পড়াশোনায় পিছিয়ে রয়েছেন, তারাই এই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন। ফলে মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন। তারা  এই পরীক্ষার ফলাফল স্থগিত এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।