জামিন পেলেন নঈম নিজাম


প্রকাশিত: ০৭:২১ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম নড়াইলের একটি আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে নড়াইল সদর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকারিয়া উভয় পক্ষের শুনানি শেষে সম্পাদকের জামিন মঞ্জুর করেন।

আগামী ২৬ অক্টোবর হাজিরার দিন ধার্য করেন। এর আগে নঈম নিজাম যশোর থেকে সরাসরি নড়াইল প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আদালতে পৌঁছার আগে নড়াইলের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা নঈম নিজামকে স্বাগত জানিয়ে মিছিল করে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহাজ্জিব আলম সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ যশোর, ফরিদপুর, নড়াইলের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর দায়ের করা ১০ কোটি টাকার মানহানি মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক এবং প্রকাশকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ পৃষ্ঠায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামে আশিকুর রহমান মিকুকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তীতে ওই বছরের (২০১২) ৩ জুন মিকু বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে পত্রিকার সম্পাদক এবং তৎকালীন প্রকাশক মোস্তফা জামাল মহিউদ্দীনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। পুলিশকে এ মামলার তদন্তের নিদের্শ দেন আদালত।

২০১৪ সালের ২ এপ্রিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক এবং সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। মামলার আসামিরা আদালতে হাজির না হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

হাফিজুল নিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।