ইরানে আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি


প্রকাশিত: ০৭:০০ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

ইরানে আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। দেশটির রাজধানী তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

তেহরানে শুক্রবার রাতে আকস্মিক বন্যায় ছয় জন এবং দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে চার জনের মৃত্যু হয়েছে। রাজধানীতে একই পরিবারের পাঁচ সদস্যসহ কমপক্ষে আটজন নিখোঁজ রয়েছেন। রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো শুরু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে তেহরান ও উত্তরাঞ্চলীয় আলবোর্জ প্রদেশে বন্যায় ১১ জনের প্রাণহানি ঘটে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।