নতুন ট্যাংক, ড্রোন ও বোমা প্রদর্শন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রযুক্তি নতুন ট্যাংক প্রদর্শন করলো ইরান। রোববার ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির (রহ.) সমাধি কমপ্লেক্সের সামনে এক কুচকাওয়াজে তা প্রদর্শন করা হয়।

কোনো ধরনের ফ্রিকোয়েন্সি পাঠানো ছাড়াই ‘হায়েল’ নামের নতুন এই ট্যাংক লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। ফলে শত্রুপক্ষ কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযান চালানো যায় এই ট্যাংক দিয়ে।

iran

ওই কুচকাওয়াজে কামান-১২ নামের একটি ড্রোন প্রদর্শন করা হয়, যা ইরানের বিমান বাহিনীর ড্রোনের সর্বশেষ সংস্করণ। এটি এক হাজার কেজি ওজন নিয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে উড়তে পারে। ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ বাড়ানো সম্ভব। উড্ডয়নস্থলের ১ হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অভিযান পরিচালনা করতে পারে এই ড্রোন।

এ ছাড়া ওইদিন ইরানের সবচেয়ে ধ্বংস ক্ষমতাসম্পন্ন বোমাগুলোর একটি প্রদর্শন করা হয়, যার নাম কাসেদ। একে স্মার্ট বোমা বলা হয়।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।