ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে শরণার্থীদের পাশে বার্সা
ইউরোপের শরণার্থীদের সাহায্যে নামি দামি ফুটবল ক্লাবগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অনেক তারকা খেলোয়াড় আর ক্লাব মোটা অঙ্কের অর্থ সহায়তা দিয়েছে। এবার শরণার্থী সমস্যা সমাধানে এক ভিন্নধর্মী কর্মসূচি গ্রহণ করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। অর্থ সংগ্রহের পাশাপাশি শরণার্থীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে স্প্যানিশ রেড ক্রস ও বার্সেলোনা নগর কাউন্সিলের সাথে যৌথভাবে কাজ করবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাব।
মেসি-নেইমার-সুয়ারেজদের ক্লাব বার্সেলোনা শরণার্থীদের সাহায্যে নব-ঘোষিত এ কর্মসূচির আওতায়, অর্থ সংগ্রহের পাশাপাশি শরণার্থীদের স্বীকৃতি আর তাদের প্রতি সহমর্মিতার জন্য সামাজিক সচেতনতা বাড়াতে কাজ করবে। শুধু তাই নয়, অর্থ সংগ্রহের জন্য খেলোয়াড়দের জার্সি নিলামে তোলা, দলের বিভিন্ন হাইভোল্টেজ ম্যাচ থেকে অর্থ সংগ্রহ করার পরিকল্পনাও রয়েছে।
এরমধ্যে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ কিছুদিন আগে শরণার্থীদের জন্য এক মিলিয়ন ইউরো দান করেছে।
এমআর